মুহাম্মদ জাহাঙ্গীর আলম : টেকনাফের রইক্ষ্যং পুটিবনিয়া ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ৈ ইয়াবাসহ ৩জন রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করেছে।
সুত্র জানায়, ১০নভেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে ১১টারদিকে কক্সবাজার ১৬এপিবিএন পুলিশের ঊনছিপ্রাং রইক্ষ্যং পুটিবনিয়া ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন পুলিশের এসআই আনোয়ারুল হক সর্ঙ্গীয় টহল দল নিয়ে অভিযান চালিয়ে ব্লক-বি-১ এর ১৮৪৪নং রোমের বাসিন্দা মোঃ গুরা মিয়ার পুত্র সৈয়দুল আমিন (৩০),একই ব্লকের ১৮৪০ নং রোমের বাসিন্দা নুর মোহাম্মদের পুত্র নুর হোসেন (২৫) এবং সি-ব্লকের ১০১৫নং রোমের বাসিন্দা মোঃ নুর ইসলামের পুত্র আইয়াস (২৬) কে ২৫২০পিস ইয়াবাসহ হাতে-নাতে গ্রেফতার করেন।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মাদকসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে ১৬এপিবিএন পুলিশের অধিনায়ক হেমায়তুল ইসলাম নিশ্চিত করেন। ###
