রংগীখালীর সুপারী বাগান এলাকা ইয়াবা ব্যবসায়ীদের নিরাপদ আস্তানায় পরিনত,স্থানীয়রা আতংকে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বার্তা পরিবেশক :
টেকনাফ উপজেলার অর্ন্তগত রংগীখালী সুপারি বাগান এলাকাকে ঘিরে স্থানীয় জনসাধারনের মাঝে আতংক বেড়েছে বলে জানা গেছে।রাত গভীর হলে অচেনা ও অজানা লোকদের অবাধ বিচরন এবং চিহ্নিত সন্ত্রাসীদের আনাগোনা বেড়ে যায় বলে খবর পাওয়া গেছে। স্থানীয়দের মতে টেকনাফ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে পুলিশের হাত থেকে গ্রেফতার হওয়ার ভয়ে ঘাপটি মেরে থাকা অপরাধীরা নিজেদের বাচাঁতে এবং নিরাপদে ইয়াবার চালান খালাস এবং ইয়াবা ব্যবসার নতুন নতুন পরিকল্পনা করতে এই সুপারী বাগান এলাকায় জড়ো হচ্ছে বলে বিভিন্ন সুত্র জানিয়েছ্ ে। অনাকাংখিত ঝামেলা ও শান্তিপ্রিয় এলাকাবাসীর সার্বিক নিরাপত্তার স্বার্থে প্রশাসনের নজরদারী প্রয়োজন বলে মন্তব্য সাধারন মানুষের। বিভিন্ন তথ্যসুত্র মতে, রংগীখালী মাদ্রসার পূর্ব এবং পশ্চিম পাশে সুপারী বাগান এলাকাকে ঘিরে স্থানীয়দের মাঝে অজানা আতংক বেড়েছে। রাত গভীর হলে সেখানে জমে ওঠে ইয়াবা ব্যবসায়ী ও ইয়াবা সেবীদের নিরাপদ আস্তানা হিসেবে। এছাড়া সেখানে রাত গভীরে একে একে জড়ো হতে থাকে বিভিন্ন মামলার পলাতক আসামী ও ইয়াবা ব্যবসায়ীরা।সেখানে ইয়াবা সেবনের পাশাপাশি চলে ইয়াবা বেচাকেনা।অনেকের মতে ইয়াবার বড় বড় চালান গুলো রাত গভীরে এই সুপারী বাগান এলাকা দিয়েই দেশের বিভিন্ন জায়গায় পৌছানোর কার্যক্রম পরিচালিত হয় বলেও জানা গেছে। বলতে গেলে এই সুপারী বাগান এলাকা ইয়াবা কেনা বেচা,সেবন ও পাচারের গোড়াউন হিসেবে বিবেচিত হচ্ছে অনেকের মাঝে।সুত্র আরো জানিয়েছে, টেকনাফ থানা পুলিশের মাদক বিরোধী অভিযান জোরালো থাকায় দাগী ও বিভিন্ন মামলার পলাতক আসামী, মাদকসেবী ও সন্ত্রাসীরা এই সুপারী বাগান এলাকায় জড়ো হয়ে পুলিশের হাতে গ্রেফতার হওয়ার আশংকা থেকে বাচাতে জড়ো হয়ে থাকে ।অথচ সাধারন মানুষের মতে এক সময় এই সুপারী বাগান এলাকাটি অনেক শান্ত ও নিরাপদ বাসযোগ্য এলাকা হিসেবে সবার মাঝে বিবেচিত ছিল্।এলাকার কিছু চিহ্নিত দাগী সন্ত্রাসী ও মাদক কারবারীদের বিচরন বেড়ে যাওয়ায় এলাকার সুনাম ক্ষুন্ন হবার পথে।তাই এলাকার বৃহত্তর স্বার্থে এবং স্থানীয় সাধারন মানুষের জানমালের নিরাপত্তায় সুপারী বাগান এলাকায় প্রশাসনের নজরদারী বাড়ানোর প্রতি জোর দাবী শান্তিকামী সাধারন মানুষের ।নয়তো অপরাধীদের বিচরনে যে কোন মুহুর্তে অশান্ত হয়ে উঠতে পারে উক্ত সুপারী বাগান এলাকা।