নুরুল করিম রাসেল :
“যে কোন ধরনের ষড়যন্ত্র, দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে রাজপথে মোকাবেলায় প্রস্তুত রয়েছে টেকনাফ উপজেলা আওয়ামীলীগ ।”
”প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য জনসভায় হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব নুরুল বশর একথা বলেছেন।
২২ মে বিকালে কেন্দ্রঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে টেকনাফ পৌরসভার শাপলাচত্বর এলাকায় বিক্ষোভ মিছিলোত্তর প্রতিবাদ সভা দলের সাধারন সম্পাদক মাহবুব মোর্শেদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ফজলুল কবীর, পৌর যুবলীগ সাধারন সম্পাদক মো. আব্দুল্লাহ, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম মুন্না, পৌর ছাত্রলীগ সভাপতি মো. শাহীন এবং ছাত্রলীগ নেতা সৈয়দ আমিন নিশান প্রমুখ।
এর আগে বিক্ষোভ বিশাল বিক্ষোভ মিছিলটি হাই স্কুল মাঠ থেকে শুরু হয়ে পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে মিলিত হয়।
এসময় উপজেলা আওয়ামীলীগ নেতা জহির হোসেন এম এ, জাবেদ ইকবাল চৌধুরী, আহমদ হোসেন, এজাহার মিয়া, মোস্তাক আহমদ, মো. ইউছুপ ভুট্টোসহ বিভিন্ন ইউনিয়ন সভাপতি-সম্পাদক সহ উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগদান করেন।
আওয়ামীলীগ নেতাকর্মী ছাড়াও যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরাও এতে স্বতস্ফুর্ত অংশগ্রহন করেন।