যুক্তরাষ্ট্রে আবারো একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

টেকনাফ টুডে ডেস্ক : গেল ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে করোনায় আবারো মৃত্যুর নতুন রেকর্ড তৈরি হয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্য মতে, গেল ২৪ ঘণ্টায় ৪১৯৪ জন মানুষ মারা গেছে।

এর আগে চলতি মাসের সাত তারিখে একদিনের চার হাজার জনের মৃত্যুর রেকর্ড হয়েছিল। ইউএস সেন্টার ফল ডিজিজ কন্ট্রোল ও প্রিভেনশনের দেওয়া তথ্য অনুযায়ী ৯০ লাখের মত মানুষ তাদের প্রাথমিক ভ্যাকসিন গ্রহণ করেছে আর বিতরণ করা হয়েছে দুই কোটি ৭০ লাখ ডোজ।

গেল সপ্তাহে প্রতিদিন গড়ে দুই লাখ আটচল্লিশ হাজার ছয়শ পঞ্চাশ জন করোনায় আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। কম। বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ২ কোটি ২৮ লাখ লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ৩ লাখ ৮০ হাজারেরও বেশি লোক।

সূত্র: সিএনএন