টেকনাফ সড়কে ইয়াবাসহ দুই পাচারকারী আটক

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

গিয়াস উদ্দিন ভুলু,টেকনাফ : টেকনাফ সড়কে চেকপোস্টে দায়িত্বরত বিজিবি জওয়ানেরা যাত্রীবাহী বাস তল্লাশী করে ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে।
সুত্র জানায়,৮ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টারদিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপি চেকপোষ্টে হাবিলদার মোঃ নাসির উদ্দিনের নেতৃত্বে দায়িত্বরত টহল দলের জওয়ানেরা কক্সবাজারগামী স্পেশাল সার্ভিস যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ৬শ ৫০পিস ইয়াবাসহ মানিকগঞ্জের সিঙ্গাইল থানার দেলোয়ার হোসেনের মেয়ে দোলন আক্তার (২৩) ও কুমিল্লা হোমনা থানা অনন্তপুরের মোঃ আসাদ মিয়ার পুত্র মোঃ শাহ আলম (৩৩) কে আটক করে।
আটকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।