টেকনাফ টুডে ডেস্ক : যশোরে বাসচাপায় একই পরিবারের পাঁচজনসহ ৭ জন নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার সদর উপজেলার লেবুতলায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছেন। তাদের যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- ইজিবাইক চালক যশোর সদরের সুলতানপুরের সাইফুলের ছেলে ইমরান হোসেন (২৭), বাঘারপাড়ার যাদবপুরের বাসিন্দা হেলালের জমজ ছেলে হোসেন (২) ও হাসান (২), তার মেয়ে খাদিজা (৭), ও হেলালের মা মাহিমা (৬০)। অপর নিহত হলেন- একই গ্রামের বাবুল মুন্সির স্ত্রী ফাহিমা খাতুন (৩০)। বাকি দুইজনের নাম জানা যায়নি।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, যশোর-মাগুরা মহাসড়কের লেবুতলায় একটি ইজিবাইক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাসের চালক ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি উল্টে ইজিবাইকের ওপর পড়ে। এতে ঘটনাস্থলে ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়। এ ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়। তাদের যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও চার জন মারা যায়। নিহতদের মধ্যে পাঁচজন একই পরিবারের সদস্য।