অবশেষে মৌসুমের মাঝামাঝি টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ২ years ago

নুরুল করিম রাসেল :

অবশেষে মৌসুমের মাঝামাঝি সময়ে এসে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে। শুক্রবার (১৩ জানুয়ারী) সকালে টেকনাফের দমদমিয়া ঘাট থেকে এম ভি পারিজাত ও এম ভি রাজহংস নামে দুটি জাহাজ যাত্রা করবে সেন্টমার্টিনের উদ্দেশ্যে। এরপর থেকে পর্যায়ক্রমে এই রুটের জাহাজ গুলো চলাচল করবে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারী) রাতে জাহাজ মালিক ও ট্যুরস অপারেটরদের সাথে জেলা প্রশাসনের এ সংক্রান্ত এক বৈঠকে জাহাজ চলাচলের এ সিদ্ধান্ত গ্রহন করা হয়।

এর আগে বুধবার আন্ত: মন্ত্রণালয় বৈঠকে জাহাজ চলাচলের জন্য ইতিবাচক সিদ্ধান্ত জানানো হয়েছিল।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) আবু সুফিয়ান জানান, প্রথম দিনে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী দুটি জাহাজ চলাচল করবে। পর্যায়ক্রমে অন্যান্য জাহাজগুলোও চলবে।

টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে চলাচলকারী জাহাজ মালিকদের সংগঠন সি-ক্রুজ অপারেটর অ্যাসোসিয়েশন বাংলাদেশের (স্কোয়াব) সভাপতি তোফায়েল আহমদ বলেন, জেলা প্রশাসকের ছাড়পত্র পেয়েছি, শুক্রবার থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে আমাদের দুটি জাহাজ চলাচল শুরু করবে। শনিবার থেকে মোট সাতটি জাহাজ চলবে।

ট্যুরস অপারেটরস এসোসিয়েশন অব কক্সবাজার টুয়াক এর সাধারন সম্পাদাক মুবিনুল হক টিটু বলেন, মৌসুম শুরু হলেও টেকনাফ সেন্টমার্টিন জাহাজ চলাচল শুরু না হওয়ায় এই খাতের সাথে জড়িত ব্যবসায়ীসহ হাজারো মানুষের জীবন জীবিকায় অনিশ্চয়তা দেখা দিয়েছিল। লোকসানের মধ্যে ছিলেন ব্যবসায়ীরা। জাহাজ চলাচল শুরুর খবরে স্বস্থি ফিরেছে সবার মাঝে।

তবে পর্যটন নির্ভর সেন্টমার্টিনের বাসিন্দারা জাহাজ চলাচলের খবরে খুশী হলেও মৌসুমের অনেকটা দিন বন্ধ থাকায় অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসন্তোষ প্রকাশ করেছেন।

এদিকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, জাহাজগুলো যেন ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন না করতে জাহাজ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও উপজেলা প্রশাসন নিয়মিত বিষয়টি তদারকি করবে।

প্রসঙ্গত, প্রতি বছর অক্টোবর মাস থেকে এই রুটে জাহাজ চলাচল করলেও নাব্য সংকটের কারনে এতোদিন জাহাজ চলাচলের অনুমতি দেয়নি প্রশাসন। তবে জাহাজ চলাচলের অনুমতি প্রদানের জন্য প্রশাসনের প্রতি দাবী জানিয়ে আসছিল পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

  • পর্যটন
  • সেন্টমার্টিন
  • সেন্টমার্টিন জাহাজ