আজিজ উল্লাহ : টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে সড়ক দূঘর্টনায় প্রাইমারী স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক এবং এনজিও কর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় উখিয়ার উপকূলীয় মেরিন ড্রাইভ সড়ক দিয়ে মোটর সাইকেলযোগে ছেপটখালী সরকারী প্রাইমারী স্কুল হতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহীন সরওয়ার সিকদার (৩৭) ও মুসলিম এইডের এককর্মী আসার সময় ইমামের ডেইল এলাকায় পৌঁছলে অসাবধানতাবশত র্যাবের একটি গাড়ির পেছনে ধাক্কা খেয়ে পড়ে রক্তাক্ত হয়। র্যাব সদস্যরা তাদের উদ্ধার করে দ্রæত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। আহতদের মধ্যে স্কুল শিক্ষক শাহীন সরওয়ারের অবস্থার উন্নতি না হওয়ায় চট্টগ্রামে রেফার করা হয়েছে।