মেরিন ড্রাইভে সড়কে মোটর সাইকেল দূর্ঘটনায় টেকনাফের যুবদল নেতা নিহত

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

শামসু উদ্দিন, টেকনাফ :

মেরিন ড্রাইভে সড়কে মোটর সাইকেল দূর্ঘটনায় উপজেলা যুবদলের সহ সভাপতি রাশেদ হোসাইন চৌধুরী নিহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত ১১ টার দিকে রাশেদ হোসাইন চৌধুরী মটর সাইকেল যোগে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে আসার সময় রেজু খাল ব্রীজের একটু দক্ষিণে দূর্ঘটনায় পতিত হয়ে গুরতর আহত হন। সেখান থেকে আশংকাজনক অবস্থায় রাশেদ হোসাইন চৌধুরীকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হলে সেখানে রাত ১২.৪৫ মিনিটে মারা যান (ইন্নালিল্লাহি–রাজেউন)।

নিহত রাশেদ হোসাইন চৌধুরী টেকনাফ উপজেলার হোয়াক্ষ্যং ইউনিয়নের উলুবনিয়া রাস্তার মাথা নিবাসী হাজী সুলতান আহমদের পুত্র।

বৃহস্পতিবার ১৮ জুলাই আসরের নামাজের পর উলুবনিয়া জামে মসজিদ মাঠে রাশেদ হোসাইন চৌধুরীর নামাজা জানাজা অনুষ্ঠিত হবে বলে নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে।

Suggested News