মিয়ানমার থেকে ফিরে আসা বাংলাদেশী দুই জেলেকে অবৈধ বর্হিগমনের দায়ে থানায় সোপর্দ করেছে বিজিবি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

আব্দুল মাবুদ, শাহপরীরদ্বীপ প্রতিনিধি :
নাফনদী থেকে থেকে অপহরণের ৪ ঘন্টা পর ফিরে আসা দুই বাংলাদেশী জেলেকে অবৈধ বর্হিগমনের দায়ে আটক করে টেকনাফ থানায় সোপর্দ করেছে বিজিবি।
শনিবার সন্ধায় তাদেরকে টেকনাফ থানায় সোপর্দ করে মামলা দায়ের করেছে বিজিবি।
বিজিবি ২ ব্যাটালিয়ন অধিনায়ক কর্ণেল আবুজার আল জাহিদ সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, নাফ নদীর মিয়ানমার সীমানায় গিয়ে মৎস্য আহরণকালে বাংলাদেশী দুই জেলেকে ধরে নিয়ে গিয়েছিল বিজিপি। এ ঘটনার পর বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির পক্ষ থেকে তাৎক্ষনিক মিয়ানমার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দুই জেলেকে ফিরিয়ে আনা হয়। কিন্তু টেকনাফের স্থানীয় জেলেদের নাফ নদীর বাংলাদেশ সীমানায় মৎস্য আহরণের জন্য বারবার অনুরোধ করা হলেও হলেও তারা মিয়ানমার সীমানায় গিয়ে মৎস্য আহরণ করে যাচ্ছে ফলে বারবার এ ধরনের ঘটনা ঘটছে। তাই ফিরে আসা জেলেদের বিরুদ্ধে অবৈধভাবে সীমানা লংঘনের দায়ে টেকনাফ থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে।
উক্ত জেলেরা হলেন শাহপরীর দ্বীপ উত্তর পাড়ার মৃত এখলাসের পুত্র মোহাম্মদ ইউছুপ ও মাঝের পাড়া আব্দুল গনির পুত্র আবু তাহের।
শনিবার (২৫ মার্চ) দুপুর দুইটার দিকে নাফ নদীর শাহপরীরদ্বীপ সীমান্ত দিয়ে দুই জেলেকে ফিরিয়ে দেয় বিজিবি। এর আগে একইদিন সকাল ১০টার দিকে নাফনদীতে মৎস আহরণকালে বাংলাদেশী ২ জেলেকে অপহরণ করেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ ( বিজিপি )।
উল্লেখ্য, গত ৯ মার্চ মিয়ানমার নৌ বাহিনী বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের অদূরে মাছ শিকারের সময় বাংলাদেশী ৮ জেলেকে অপহরণ করে নিয়ে যাওয়ার ১৬ দিনেও ফেরত দেয়নি।