Monday, January 17, 2022
Homeটপ নিউজমিয়ানমারে সহিংসতার ঘটনায় টেকনাফে স্থানীয় বাসিন্দাদের সাথে বিজিবির সচেতনতামূলক সভা

মিয়ানমারে সহিংসতার ঘটনায় টেকনাফে স্থানীয় বাসিন্দাদের সাথে বিজিবির সচেতনতামূলক সভা

নিজস্ব প্রতিনিধি |
মিয়ানমারে সহিংসতার ঘটনায় টেকনাফে সচেতনতামূলক সভা করেছে বিজিবি।
বুধবার সকাল থেকে টেকনাফস্থ ২ বিজিবি ব্যাটালিয়নের অধীন হোয়াইকং, উনচিপ্রাং, ঝিমংখালী, হ্নীলা, লেদা, নোয়াপাড়া, দমদমিয়া, টেকনাফ, নাজিরপাড়া, সাবরাং, শাহপরীরদ্বীপ বিওপি ফাঁড়ীর কোম্পানী কমান্ডারের নেতৃত্বে স্ব-স্ব এলাকায় স্থানীয় বাসিন্দাদের সাথে এ সচেতনতামূলক সভা গুলো অনুষ্ঠিত হয়।
এতে মিয়ানমারে সহিংসতা সৃষ্টি হওয়ায় প্রেক্ষিতে যাতে টেকনাফ সীমান্তের বাসিন্দারা ক্ষতিগ্রস্থ না হয় তার জন্য নাফ নদীতে মাছ শিকারের সময় জেলেরা যাতে কোন অবস্থাতেই জিরো লাইন অতিক্রম না করে ও দিনের বেলা মাছ শিকারের চেষ্টা করে, সীমান্তে কোন ধরনের অনুপ্রবেশের ঘটনা না ঘটে তার জন্য সতর্ক থাকা ও কোন ধরনের অসামঞ্জস্যপূর্ন ঘটনা দেখলে তা সাথে সাথে যেন বিজিবিকে জানায় এবং জেলেরা যাতে নাফ নদীর বাংলাদেশ সীমান্তে মৎস্য আহরন করে তার জন্য স্থানীয় বাসিন্দাদের উদ্ধুদ্ধ করা হয়।
বিজিবি ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল আবুজার আল জাহিদ জানান, মিয়ানমারের উদ্ভূত পরিস্থিতিতে যাতে টেকনাফ সীমান্তে অযাচিত কোন প্রভাব না পড়ে ও জেলেরা যাতে নিরাপদে নিজেদের সীমানায় মাছ শিকার করে ও অনুপ্রবেশের মতো কোন ঘটনা না ঘটে তার জন্য সচেতনতামূলক এ সভা গুলো আয়োজন করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments