শামীম ইকবাল চৌধুরী : ছেলে ধরা ও গলাকাটা সন্দেহে গণপিটুনি দিয়ে মানুষ হত্যা বিষয়ে শিক্ষার্থী-অভিভাবকদের সচেতন করার লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে ‘মা’ সমাবেশ আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় নাইক্ষ্যংছড়ি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস হলরুমে জন সচেতনতামূলক মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মং শৈ অং মার্মার সভাপতিত্বে অনুষ্ঠিত সচেতনতামূলক সভায় বিদ্যালয়ের শিক্ষক ফাতেমা বেগম,বুলবুল আক্তার,শফিকুর রহমান,নুরুল হুদা,কহিনুর আক্তার,উম্মে আয়মেন তান্নি, ফাতেমা বেগম(২) প্রমূখ বক্তব্য রাখেন।
শিক্ষকেরা বলেন, ছেলেধরা বা গলাকাটা সন্দেহে আপনারা আইন নিজেদের হাতে তুলে না নিয়ে আইনের হাতে তুলে দিন। আর এসব গুজবে কান না দিয়ে আপনাদের ছেলে-মেয়েদের স্কুলে পাঠান। শিক্ষার হার কমাতে এবং সরকারের ভাবমূর্তি বিনিষ্ট করতে এসব গুজব ছড়িয়ে দিচ্ছে একটি মহল। আপনারা এবং ছেলে-মেয়েদের ম্যালেরিয়া ও ডেঙ্গুজ্বর থেকে প্রতিকার পাওয়ার জন্য ঘুমানোর সময় মশারী টাঙ্গিয়ে ঘুমানোর অনুরুধ জানিয়েছেন।
—————-