সংবাদ বিজ্ঞপ্তি :
টেকনাফে জাতীয় পার্টির নেতাকর্মীরা লাঙ্গল প্রতিকের সমর্থনে নির্বাচনী প্রচারনা চালিয়েছেন। জেলা জাতীয় পার্টি নেতা মাষ্টার মনজুরের নেতৃত্বে সোমবার দিনভর টেকনাফ উপজেলার রঙ্গীখালী, মোচনী বাজার, টেকনাফ পৌরসভার বাস ষ্টেশন, ষ্টেশন মসজিদ, ঝর্ণাচত্ত্বর, মাছ বাজার, কেকে পাড়া, গণি মার্কেটসহ প্রধান প্রধান স্থানে গনসংযোগ ও নির্বাচনী লিফলেট বিতরণ করা হয়।
নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণ করেন, টেকনাফ পৌর জাতীয় পার্টির আহবায়ক, মোঃ ইসমাঈল কালু, উপজেলা ওলমা পার্টির আহবায়ক মৌলভী সিকান্দার আলী, উপজেলা সেচ্ছাসেবক পার্টির আহবায়ক হাজি আব্দু শুক্কুর লালু, উপজেলা যুব সংহতির শফিউল আলম, মিছবাহ উদ্দিন, কবির আহম্মদ, টেকনাফ উপজেলা ছাত্র সমাজের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি- মু. আবদুল ওয়াজেদ, সাংগঠনিক সম্পাদক হাবিব ওয়াহিদ, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ হাসান, সদস্য যথাক্রমে আয়াছ উদ্দিন, শফিক আহম্মদ প্রমুখ।