মালয়েশিয়া পাচার প্রচেষ্টা থামিয়ে দিলো পুলিশ : টেকনাফে ২ দালাল ও ১৭ রোহিঙ্গা আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি :
টেকনাফ সীমান্ত দিয়ে মালয়েশিয়া পাচার প্রচেষ্টা থামিয়ে দিলো পুলিশ। পাচারের প্রস্তুতিকালে ১৭ জন মিয়ানমার নাগরিক ও দু’জন মাংলাদেশী দালালকে আটক করা হয়। ৯ মে মঙ্গলবার ভোররাত সাড়ে ৪ টার সময় টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। আটক দু দালাল হচ্ছে কক্সবাজার জেলার টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা এলাকার মুক্তার আহম্মদের ছেলে মোঃ খলিল প্রঃ ইসমাইল (৩৬) ও মোঃ তৈয়বের স্ত্রী বুলবুলি (৩৫)। এ সময় আরো কয়েকজন পালিয়ে যায়।
টেকনাফ মডেল থানার ওসি মোঃ মাঈন উদ্দিন খান জানিয়ছেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) এক দল পুলিশ সদস্য নিয়ে মঙ্গলবার ভোরে মানব পাচার বিরুধী এ অভিযান পরিচালনা করে। দুটি বসত ঘরে পাচারে অপেক্ষায় থাকা অবস্থায় নারীসহ মোট ১৭ জন মিয়ানমার মুসলিম রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। যারা কিনা টেকনাফের লেদা ও উখিয়ার কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরে কয়েক মাস আগে আশ্রয় নেয়। পরে দালালের খপ্পরে পড়ে মালয়েশিয়ার যাওয়ার জন্য বঙ্গোপসাগর বেষ্টিত টেকনাফ সদরের হাটিয়ারঘোনা এলাকায় অবস্থান নেন। তিনি আরো জানান, দালাল ইসমাইল ও নারী দালাল বুলবুলি প্রতিজন থেকে ১০ হাজার টাকা অগ্রিম নিয়ে ফিসিং ট্রলারের মাধ্যমে মালয়েশিয়ার পৌঁছে দেওয়ার জন্য এদের জড়ো করে রাখে। পুলিশ খবর পেয়ে পাচার প্রক্রিয়া থামিয়ে দেয়। আটক ভিকটিম হচ্ছে মিয়ানমারের মংডু জেলার ঝিমংখালী থানার মরিক্ষং ও বুচিডং জেলার বলিবাজার বাসিন্দা। এদের মধ্যে ১৩ জন পুরুষ, ৪ জন নারী ও ১ শিশু । এ ব্যাপারে অনুপ্রবেশ ও মানব পাচার আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃত দালাল ও ভিকটিমদের কক্সবাজার জেলা সদরে আদালতে পাঠানো হয়েছে ।
প্রসংগত বেশ কয়েক বছর ধরে টেকনাফ সীমান্ত দিয়ে সাগর পথে মালয়েশিয়া পাচার বন্ধ ছিলো। সম্প্রতি মিয়ানমারে দমন পীড়নের অভিযোগে সীমান্ত পাড়ি দিয়ে পৌনে এক লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর ফের পাচার তৎপরতা শুরু হয়।