টেকনাফ টুডে ডেস্ক : ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের কোনো প্রমাণ নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভ। সোমবার সিবিএস টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের কোনো প্রমাণ নেই।’ দুই দেশের মধ্যে মধ্যকার অনিশ্চিত সম্পর্কের কথাও উল্লেখ করেন তিনি। আন্তোনোভ বলেন, ‘প্রতিদিন সকালে দু’দেশের সম্পর্কের মধ্যে অনিশ্চয়তা দেখতে পাই আমি।’ মস্কো ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক উন্নয়নে কোন ধরণের প্রচেষ্টা দেখছেন না, তিনি আরও যোগ করে।
উল্লেখ্য, মার্কিন নির্বাচনে ডোনাল্ট ট্রাম্পকে জিতিয়ে আনতে রাশিয়ার যোগসাজশ ছিল বলে বড় ধরণের অভিযোগ ওঠে। প্রেসিডেন্ট ট্রাম্প এর সত্যতা ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেও এফবিআই’র পরিচালক সহ হোয়াইট হাউজের কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করা হয় এই ইস্যুতে। নির্বাচনী প্রচারণাকালীন রাশিয়ার সাথে যোগাযোগের জন্য ট্রাম্প জামাতা কুশনারের প্রতিও আঙ্গুল ওঠে। সূত্র: রয়টার্স