মানুষ গড়ার কারিগর চকরিয়ার র্কীতিমান শিক্ষাবিদ আকবর আহমদ এর ইন্তেকাল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

এম.জিয়াবুল হক : চকরিয়া উপজেলার কৃতিসন্তান বিশিষ্ট শিক্ষাবিদ আকবর আহমদ (৭৮) আর নেই। তিনি ১২ জুলাই সোমবার ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি সারাজীন শিক্ষার আলো ছড়িয়ে এক বর্নাঢ্য কর্মজীবন পার করেছেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুম আকবর আহমদ ১৯৪৪ সালে চকরিয়া উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মেট্রিকূলেশন পাশ করে চট্টগ্রাম সরকারি কলেজ থেকে বিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন শাস্ত্রে এম এ পাশ করেন। পরে চট্টগ্রাম সরকারি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে আবারও এম এ পাশ করেন। ১৯৬৮ সালে পটিয়া নুর কলেজে প্রতিষ্ঠাকালীন শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর লোহাগাড়া বার আউলিয়া কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান।
১৯৯১ সালে ফটিকছড়ি উপজেলার নানুপুর লায়লা কবির কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। ২০০৫ সালে এই কলেজ থেকে কর্মজীবন শেষ করে অবসর গ্রহণ করেন।
বিশিষ্ট শিক্ষাবিদ আকবর আহমদ চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের আনিচ পরিবারের কৃতিসন্তান। গতকাল বাদে আছরের নামাজের পর আনিচপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।##