মাদকমুক্ত শাহপরীরদ্বীপ গড়তে আলেম সমাজের উদ্যোগ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

আব্দুল মাবুদ, শাহপরীরদ্বীপ প্রতিনিধি :
এইবার মাদক মুক্ত শাহপরীরদ্বীপ গড়তে উদ্যোগ নিয়েছেন আলেম সমাজ।

২৭ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় জামেয়া আহমদিয়া বাহরুল উলুম শাহপরীর দ্বীপ (বড় মাদ্রাসায়) শাহ পরীর দ্বীপের সকল সমাজের সর্দার-মাতবর, জনপ্রতিনিধি, সাংবাদকর্মী, শাহ পরীর দ্বীপের সকল মসজিদের ইমাম-মুয়াজ্জীন ও এলাকার সকল ওলামায়েকেরাম গণদের নিয়ে মাদকমুক্ত সমাজ গড়তে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন, অত্র এলাকার প্রবীণ আলেমে দ্বীন মাওঃ শব্বির আহমদ । হাফেজ বদরুল আলমের পরিচালনায় কোরআন তিলাওয়াত করেন হাফেজ জুনাইদ।

প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান পরিচালক জনাব মৌঃ হোসাইন আহমদ।

বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সভাপতি জনাব মৌঃনুরুল হক, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের ইউ পি সদস্য যথাক্মম নুরুল আমিন, রেজাউল করিম রেজু ও ফজলুল হক সহ প্রতিটি সমাজের সমাজপতি।

আলোচ্য বিষয় মরন নেশা ইয়াবা প্রতিরোধ ও সমাজে অশ্লীল কাজ অপসারণ।

উপস্থিত সকল সভ্য গণ প্রশাসনের সহযোগীতা কামনা করেন এবং অশ্লীলতা ও মরণ নেশা প্রতিরোধক হিসাব সকলই অজ্ঞিকারবদ্ধ হন। অনুষ্ঠান শেষে সকলই প্রিতিভোজে অংশ নেন।
18155688_199623043882018_1823971249_n