মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে ইয়াবাসহ নয়াবাজারের হারুন আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ইয়াবাসহ নয়াবাজারের হারুন নামে এক মাদক কারবারীকে আটক করেছে।

সুত্র জানায়,২৪সেপ্টেম্বর দুপুর দেড়টারদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের টেকনাফ জোনের একটি আভিযানিক দল হ্নীলা ষ্টেশনের মাদ্রাসা মার্কেটের রহমান কুলিং কর্ণারে অভিযান চালিয়ে ভিভো ওয়াই-১২ সেটের প্যাকেটের অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৬হাজার পিস ইয়াবা,সেম্পুনি বাটন সেটসহ উপজেলার হোয়াইক্যং নয়াবাজার পশ্চিম সাতঘরিয়া পাড়ার মৃত আব্দু শুক্কুরের পুত্র হারুন (২৪) কে আটক করেছে।

এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মাদকসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

উল্লেখ্য, খারাংখালী-সাতঘরিয়া পাড়া, নয়াবাজার এলাকায় অভিযান শিথিলতার সুযোগে বিশাল মাদকের চালান মওজুদের পর এখন বিভিন্ন কৌশলে বিক্রি করে আসছে।