এম.জিয়াবুল হক : চকরিয়ায় মাতামুহুরী নদীর চরে বন্ধুদের সাথে প্রতিমা বিসর্জন দেখতে গিয়ে হঠাৎ গোসল করতে নেমে পানিতে ডুবে আওরঙ্গজেব বিশাল (১৫) নামের এক স্কুলছাত্রের সলিল সমাধি ঘটেছে। বিশাল উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দিগরপানখালী গ্রামের আলমগীর কবির রাজুর ছেলে এবং চকরিয়া পৌর সদরের পুরাতন বিমানবন্দর সড়কস্থ ইন্টারন্যাশনাল স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য জেএসসি পরিক্ষার্থী ছিল বিশাল। গতকাল মঙ্গলবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম এমপি, চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান, চকরিয়া থানার ওসি মো.হাবিবুর রহমান, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টো, জেসমিন হক জেসি চৌধুরী ও পৌরসভার ২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল করিম।
এরপর তাৎক্ষনিক তাদের নির্দেশে স্থানীয় ফায়ার সার্ভিস ও এলাকার লোকজন মাতামুহুরী নদীর নিখোঁজস্থলে জাল টেনে ও বিভিন্ন উপায়ে উদ্ধার অভিযান চালিয়ে রাত ৮টার দিকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।
চকরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সাইফুল হাসান বলেন, মাতামুহুরী নদীতে পানিতে ডুবে স্কুলছাত্র নিখোঁজ হবার ঘটনা শুনে আমরা তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছি। এরপর টানা পাঁচঘন্টা তল্লাশি অভিযান শেষে রাত আটটার দিকে ওই ছাত্রের মরহেদ উদ্ধার করা সম্ভব হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, মাতামুহুরী নদী থেকে উদ্ধারের পর ওই ছাত্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ##