Monday, January 17, 2022
Homeসারাদেশমাটি খুঁড়তেই মিলল ৭টি রাইফেল, বস্তাভর্তি গুলি

মাটি খুঁড়তেই মিলল ৭টি রাইফেল, বস্তাভর্তি গুলি

টেকনাফ টুডে ডেস্ক :
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাটি খুঁড়ে ৭টি থ্রি নট থ্রি রাইফেল ও বস্তাভর্তি গুলি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ফতুল্লার ভূইগড় কড়ইতলা এলাকার তাহেরুনেনছা রুনুর বাড়ি থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, মুক্তিযুদ্ধ চলাকালে এসব অস্ত্র ব্যবহৃত হয়েছিল।

তাহেরুননেছার ভাই সিরাজুল ইসলাম নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় এমপি ছিলেন। প্রয়াত সিরাজুল ইসলাম মুক্তিযুদ্ধচলাকালীন কমান্ডার ছিলেন।

ফতুল্লা মডেল থানার ওসি কামালউদ্দিন জানান, ফতুল্লার ভূইগড় কড়ইতলায় তাহেরুননেছা রুনুর বাড়িতে মাটি ভরাট ও খননের কাজ চলছিল। সেখানে শ্রমিকেরা বস্তার ভেতরে গুলি ও রাইফেল দেখে পুলিশকে খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি বস্তাবন্দি অবস্থায় গুলি ও ৭টি রাইফেল উদ্ধার করে। এসব রাইফেল এখন ব্যবহার অযোগ্য বলে জানান ওসি।

তিনি আরও বলেন, ‘আমাদের ধারণা এগুলো মুক্তিযুদ্ধকালীন ব্যবহৃত হয়েছিল। এগুলো এখন ব্যবহার করা যাবে না। শুক্রবার পুলিশ বাড়িটিতে আরও তল্লাশি করবে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments