মাওবাদীদের সঙ্গে লড়াইয়ের পর ১৮ ভারতীয় জওয়ান নিখোঁজ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

টেকনাফ টুডে ডেস্ক : মাওবাদীদের সঙ্গে বড় ধরনের লড়াইয়ের পর ১৮ ভারতীয় জওয়ান এখনো নিখোঁজ রয়েছেন। ওই লড়াইয়ে প্রাণ হারিয়েছেন পাঁচ জওয়ান।

শনিবার ছত্তিশগড়ের বিজাপুর এলাকার তেররামের জঙ্গলে মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই হয়।

হিন্দুস্তান টাইমস জানায়, বস্তার অঞ্চলের বিজাপুর ও সুকমা জেলায় ওই লড়াইয়ের পর থেকে নিরাপত্তা বাহিনীর ১৮ জওয়ানদের কোনো খোঁজ মিলছে না বলে রবিবার জানান কর্মকর্তারা।

শনিবার ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারান নিরাপত্তা বাহিনীর পাঁচ জওয়ান। আহত হয়েছেন আরও কয়েকজন জওয়ান।

পুলিশ সূত্রে জানা গেছে, এদিন মাওবাদীদের খোঁজে যৌথ অভিযান চালাচ্ছিল সিআরপিএফের কোবরা বাহিনী, ডিআরজি এবং এসটিএফ। তাদের কাছে ওই এলাকায় মাওবাদী গতিবিধির খবর ছিল।

ওই তথ্যের ভিত্তিতেই অভিযানে নামা হয়েছিল বলে জানিয়েছেন ছত্তিশগড়ের ডিজিপি ডিএম অবস্থিত।

নিখোঁজ ১৮ জন জওয়ানের মধ্যে কোবরা বাহিনীর পাঁচজন রয়েছে। এই ঘটনা উদ্বেগ বাড়িয়েছে পুলিশ কর্মকর্তাদেরও।

পুলিশ জানিয়ে, ওই ঘটনায় আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ওই জঙ্গলে একটা বড় টিম পাঠানো হয়েছে।

ছত্তিশগড়ের ডিজিপি ডিএম অবস্থি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সুকমা ও বিজাপুরের সীমানায় মাওবাদীদের খোঁজে তল্লাশি চালাচ্ছিলেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। তখনই তাদের ওপর হামলা চালায় মাওবাদীরা।

তিনি জানান, প্রাথমিকভাবে এই ঘটনায় পাঁচ জওয়ানের মৃত্যুর খবর মিলেছে। আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

এর আগে গত ২৩ মার্চ নারায়ণপুর জেলায় নিরাপত্তা বাহিনীর একটি বাসে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস-আইইডি হামলা চালায় মাওবাদীরা। এতেও প্রাণ যায় পাঁচ ডিআরজি জওয়ানের।