নিজস্ব প্রতিনিধি-১২ ডিসেম্বর ২২।
প্লাস্টিক, কাঁচের বোতলসহ নানা বর্জ্যে ভরে গেছে কক্সবাজারের মহেশখালীর স্বর্ণ দ্বীপ খ্যাত সোনাদিয়া দ্বীপের সমুদ্র সৈকত। এরফলে হুমকির মুখে সেখানকার পরিবেশ। এসব বর্জ্যের সিংহভাগই বিদেশি জাহাজের ফেলে দেয়া বর্জ্য বলে জানিয়েছেন বাংলাদেশ সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। রবিবার ও আজ সোমবার দুদিন ধরে সোনাদিয়া দ্বীপের বিভিন্ন পয়েন্ট ও সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট।
সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক সাঈদ মাহমুদ বেলাল হায়দারের নেতৃত্বে এই প্রতিষ্ঠানের বিজ্ঞানী ও গবেষক এবং পরিবেশকর্মীরা দ্বীপে এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়। এসময় তারা দ্বীপের মগচর, পূর্বপাড়া, পশ্চিমপাড়া ও বদরখালীপাড়া সমুদ্র সৈকত পরিস্কার করে। পরে এসব বর্জ্য কক্সবাজার পৌরসভার কাছে হস্তান্তর করবে তারা।
মহাপরিচালক জানান, সোনাদিয়া সমুদ্র সৈকতে দিনদিন বর্জ্য বেড়ে যাচ্ছে। এই বর্জ্যের কারনে পুরো সোনাদিয়া দ্বীপ কক্সবাজারের আশেপাশের এলাকা হুমকির সম্মুখীন। এসব বর্জ্যের অধিকাংশেরই উৎস আমাদের দেশ নয়। তাই এসব বর্জ্যের উৎস গবেষণা করা এবং মানুষের মধ্যে সচেতনতা তৈরির জন্য পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।