টেকনাফ টুডে ডেস্ক : মহেশখালী উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৭) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নুরুল কাদের রানা (৩৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। র্যাবের দাবি, নিহত ব্যক্তি বঙ্গোপসাগর এলাকার একজন ‘কুখ্যাত’ দস্যু ছিলেন।
আজ সোমবার ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার মাতারবাড়ির চাইরার ডেইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল কাদের রানা ওই এলাকারই বাসিন্দা।
র্যাব-৭ মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মাশকুর রহমান জানান, সোমবার ভোরের দিকে মাতারবাড়ির চাইরার ডেইল এলাকায় র্যাবের টহল দলের সঙ্গে দস্যুদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে দস্যু নুরুল কাদের রানার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এসময় একটি বিদেশি পিস্তলসহ সাতটি অস্ত্র ও ৬৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
নিহত নুরুল গত ২৬ আগস্ট নোয়াখালী হাতিয়া উপজেলা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার এমভি মা বাবার দোয়া ও এমভি মাহিনে ডাকাতির মূল হোতা ছিলেন বলেও জানান র্যাবের ওই কর্মকর্তা।