উখিয়া প্রতিনিধি :
টেকনাফ-কক্সবাজার সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে মিয়ানমারের ৩ নাগরিককে ৬ হাজার ১শ পিচ ইয়াবাসহ আটক করেছে টহল সদস্যরা। ১৭ জুলাই সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারগামী একটি সিএনজি টেক্সীতে তল্লাশী চালিয়ে ধৃতদের শরীরে ও সেন্ডেলের সাথে অভিনব কৌশলে লুকানো ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। এসময় ৩ জনের কাছ থেকে ৬ হাজার ১০০পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
ধৃতরা হচ্ছে মিয়ানমারের মংডু বাঘগোনা গর্জনদিয়া এলাকার আব্দু জোহারের পুত্র মোঃ ইব্রাহিম(১৯), ফাদংসা গ্রামের আবুল বশরের পুত্র মোঃ রহমত উল্লাহ (২৮) ও তার স্ত্রী সাজেদা বিবি (২২)।
৩৪ বিজিবি ব্যাটালিয়ন মরিচ্যা যৌথ চেকপোস্টের নায়েব সুবেদার নজরুল ইসলাম জানান, ধৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও মাদক আইনে পৃথক মামলা রুজু করে রামু থানায় সোপর্দ্য করা হয়েছে।