নিজস্ব প্রতিনিধি, উখিয়া : মরিচ্যা যৌথ চকপোস্টে ১৯৮০ পিচ ইয়াবা সহ হোয়াইক্যং এর রহিমা বেগম আটক হয়েছে। জানা যায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ককসবাজারগামী সি লাইন গাড়ীতে তল্লাশী চালিয়ে তাকে আটক করেন দায়িত্বরত জওয়ানরা। সে হোয়াইক্যং আমতলী এলাকার শামসু মিয়ার স্ত্রী। ধৃত নারী পাচারকারীকে মাদক আইনে মামলা রুজু করে আদলতে প্রেরন করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ৩৪ বিজিবির মরিচ্যা যৌথ চেকপোস্টের নায়েব সুবেদার নজরুল ইসলাম।