মরিচ্যা চেকপোস্টে ১০হাজার ই-য়া-বা বোঝাই মোটর সাইকেলসহ পাচারকারী আটক

: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ মাস আগে

টেকনাফ টুডে ডেস্ক : মরিচ্যা চেকপোস্টে দায়িত্বরত বিজিবি জওয়ানেরা ১০হাজার ইয়াবা বোঝাই মোটর সাইকেলসহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে।

রামু ৩০বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানান, ২৪ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ৭টারদিকে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্টে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তল্লাশী কার্যক্রম জোরদার করা হয়। মরিচ্যা যৌথ চেকপোষ্টে তল্লাশীকালীন মরিচ্যা বাজার হতে কক্সবাজারগামী সন্দেহজনক একটি মোটরসাইকেল থামানো হয়। চালক মোঃ আবু নাছের (৩২), পিতা-মোহাম্মদ মকসুদ, গ্রাম-ঝুম-কাটা, ডাকঘর-রাবেতা, থানা-রামু, জেলা-কক্সবাজারকে সন্দেহ করা হলে তার কাছে অবৈধ কোন মালামাল আছে কি না জিজ্ঞাসা করলে তার কাছে অবৈধ কোন মালামাল নেই বলে জানায়। পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী করে মোটরসাইকেলের এয়ার ফিল্টারের ভিতর বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৩০,০০,০০০/- টাকা মূল্যের ১০০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উল্লেখ্য, আটককৃত আসামীকে ইয়াবা এবং অন্যান্য মালামালসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।