মধ্য রত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সেবা কমিটি গঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

ফারুক আহমদ : উখিয়ার স্বনামধন্য মধ্য রত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সেবা কমিটি সকলের উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে গঠিত হয়েছে। লোকনাথ বড়ুয়াকে সভাপতি ও সাবেক মেম্বার দীপক বড়ুয়া দিপুকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
রত্নাপালং ইউনিয়নের মধ্য রত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সেবা কমিটি গঠন উপলক্ষে এক সভা গত ৬ অক্টোবর বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিহার অধ্যক্ষ জ্যোতি প্রজ্ঞা থের এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিহারের অন্তর্ভুক্ত সকল দায়ক দায়িকা গন উপস্থিত ছিলেন। পরে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিতে নব গঠিত কমিটি নিম্নে দেওয়া হল।
সভাপতি লোকনাথ বড়ুয়া সহ-সভাপতি ভুলু বড়ুয়া, সাধারণ সম্পাদ সাবেক মেম্বার দীপক বড়ুয়া দিপুসহ সম্পাদক নিমাংশু বড়ুয়া অর্থ সম্পাদক কৃষ্ট বড়ুয়া সাংগঠনিক সম্পাদক ঝুলন বড়ুয়া প্রচার সম্পাদক ভদ বড়ুয়া ধর্ম বিষয়ক সম্পাদক আশুন্দু বড়ুয়া কার্যকরী সদস্য যথাক্রমে বীরেন্দ্র বড়ুয়া ও প্রদীপ বড়ুয়া।
কমিটির প্রধান উপদেষ্টা করা হয় বিহারের অধ্যক্ষ জ্যোতি প্রজ্ঞা থের কে।
এদিকে নব গঠিত কমিটির সভাপতি লোকনাথ বড়ুয়া সাধারণ সম্পাদক সাবেক মেম্বার দীপক বড়ুয়া দিপু জানান এবারে প্রবারণা পূর্ণিমা ধর্মীয় উৎসব যথাযোগ্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মধ্য রত্না রত্নাংকুর বৌদ্ধ বিহারে পালিত হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক বৌদ্ধ সম্প্রদায়ের ঐক্য ও ভ্রাতৃত্ব সমুন্নত রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন।
##