মঙ্গলবার বিজিবি মহাপরিচালক সেন্টমার্টিন পরিদর্শনে যাচ্ছেন

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

নুরুল করিম রাসেল, টেকনাফ :
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম (এনডিসি, পিএসসি) মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সেন্টমার্টিন দ্বীপ পরিদর্শনে যাচ্ছেন। তিনি সেখানে দায়িত্বরত বিজিবি’র কার্যক্রম পরিদর্শন করবেন এবং সীমান্ত সুরক্ষায় দিকনির্দেশনামূলক ঘোষনা প্রদান করবেন।
টেকনাফ বিজিবি ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণল ফয়সাল হাসান খান, সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, ডিজি মহোদয় হেলিকপ্টার যোগে সকাল ১১টার দিকে সেন্টমার্টিন পৌঁছবেন। গত এপ্রিল থেকে নতুন করে কার্যক্রম শুরু হওয়া বিজিবির কার্যক্রম পরিদর্শন করবেন। দুপুরে তাদের সাথে লাঞ্চে অংশগ্রহন করবেন। পরে দুপুর আড়াইটার দিকে সেন্টমার্টিন ত্যাগ করবেন। এসময় তিনি সাংবাদিকদের সাথেও কথা বলবেন। বিজিবি রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার মো. সাজিদুর রহমান মহাপরিচালকের সফর সঙ্গী হিসাবে থাকবেন বলে জানান তিনি।
প্রসঙ্গত, ২২ বছর পর চলতি বছরের ৭ এপ্রিল সেন্টমার্টিনে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ১৯৯৭ সাল পর্যন্ত সেন্টমার্টিনে বিজিবি মোতায়েন ছিল।
সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর আহমদ জানান, বিজিবি মহাপরিচালকের আগমন উপলক্ষ্যে দ্বীপে মোতায়েন বিজিবি সদস্যরা কর্মব্যস্ত সময় পার করছেন।