প্রেস বিজ্ঞপ্তি : দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী তৎপরতার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পেকুয়া উপজেলার নির্বাহী কমিটির আপ্যায়ন বিষয়ক সম্পাদক ও মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিমকে প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না দলের এই সিদ্ধান্ত শনিবার (২১ সেপ্টম্বর) অনুমোদন করেন। জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বার্তা প্রেরক
ইউসুফ বদরী
দপ্তর সম্পাদক, জেলা বিএনপি।