গত ২৯ জুন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রতিবাদী কন্ঠ নামে একটি ভূয়া আইডি হতে এই কাশেম করকারী ব্যবসায়ী ছিল এখন এত টাকার মালিক কিভাবে হল, ইয়াবা ব্যবসায়ী শাহজাহান চেয়ারম্যানের হাত ধরে আজ কোটি টাকার মালিক প্রশাসনের নজরে আসছেনা শীর্ষক মিথ্যা বানোয়াট আমার দৃষ্টিগোচর হয়েছে। যাহা সত্যের লেশমাত্র নেই। মূলত এটি সংগঠন সংক্রান্ত বিষয়ে ঈর্ষান্বিত হয়ে আমার প্রতিপক্ষ মিথ্যাচারের আশ্রয় নিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের পায়তারা শুরু করেছে। এ প্রসঙ্গে আমার বক্তব্য হচ্ছে আমি ১৯৯৬ সাল হতে ২০০৮ সাল পর্যন্ত তরিতরকারী ক্ষুদে ব্যবসা করে জীবন যাপন করতাম। ২০০৯ সালে কাঠ ব্যবসা করি তারই ধারাবাহিকতায় টেকনাফ উপজেলা সমবায় সমিতির নিবন্ধিত (রেজি: ২২৩১) ২০১৬ সালে প্রতিষ্ঠিত সিএনজি ও মাহিদ্র গাড়ীর সভাপতি । এ সংগঠনের আমার যোগ্যতা ও দক্ষতা ও কল্যাণমূলক কাজ দেখে প্রতিপক্ষ আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালিয়ে আমাকে ঘায়েল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি উক্ত অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
প্রতিবাদকারী
মো. আবুল কাশেম
সভাপতি
টেকনাফ উপজেলা সিএনজি ও মাহিন্দ্র চালক সমবায় সমিতি