ভূঁয়া এফবি আইডি হতে অপপ্রচারে হ্নীলার মৌলভী মোজাহেরুল ইসলামের প্রতিবাদ

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

বার্তা পরিবেশক : সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ‍” ভোরের আলো ” এফবি হতে আমি মৌলভী মোজাহেরুল ইসলামের ছবি নিয়ে এলাকার নোংরা গ্রাম্য রাজনীতিতে জড়িত এবং স্বার্থান্বেষী একটি মহল আমার মত একজন মাদ্রাসার সিনিয়র শিক্ষককে নিয়ে অপপ্রচার শুরু করেছে। কিন্তু অঘোষিত ভিক্ষুকের মতো জীবন-যাপন করেও এলাকায় গ্রাম্য রাজনীতি আর গোষ্ঠীগত দ্বন্দের কারণে আমাকে মাদক ব্যবসায়ী সাজিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে ছুটি চলাকালীন পরিবার ও স্বজনদের দেখার জন্য আমি বাড়ি আসি। কয়েকদিন অবস্থানকালীন সময়ে পুরান বন্ধু-বান্ধবের সাথে পারিবারিক সুখ-দুঃখ নিয়ে আলোচনা করে থাকি। মুলত আমার জন্মভূমিতে গোষ্ঠীগত দ্বন্দ ও আধিপত্য বিস্তারের কারণে বিরোধ সৃষ্ট হয়। ফলে একটি কুচক্রী মহল এইসব গোলক ধাঁধার খপ্পরে ফেলেআমার ছবি মাদক কারবারী এবং মাদকের ছবির সাথে সংযোগ করে ভূঁয়া এফবিতে অপপ্রচার চালিয়ে প্রশাসনিক ও সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা চালাচ্ছে। এই কাজে জড়িত ভাইদের পরকালের কথা স্মরণ করে হলেও কারো বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের মতো জঘন্য কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি।
আমি একজন আলেমে দ্বীন। সমাজ, রাষ্ট্র এবং মানবতা বিরোধী এসব অপকর্মে জড়িত হওয়ার প্রশ্নই উঠেনা। আমার মনে হয় এলাকার কিছু চিহ্নিত মাদক কারবারীদের বিরুদ্ধে কথা বলায় তারা গোপনীয়ভাবে আমাকে এই অপবাদে জড়ানোর মিশনে নেমেছে। যা মানব চরিত্রের নিকৃষ্ট উদাহরণ। আমি এসব অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আইন-শৃংখলা বাহিনীকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ রইল।

প্রতিবাদকারী :
মৌলভী মোজাহেরুল ইসলাম
নাটমোরা পাড়া, হ্নীলা, টেকনাফ।