টেকনাফ টুডে ডেস্ক : ভারতে কোভিড ভ্যাকসিন দেয়া শুরু হবে ১৬ জানুয়ারি থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ এক উচ্চপর্যায়ের বৈঠকের পর বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল আলোচনায় এ কথা ঘোষণা করেন। তিনি বলেন, সারা দেশে একযোগে কোভিড ভ্যাকসিন দেয়া হবে। মোট তিন কোটি ভ্যাকসিন প্রথম দফায় দেয়া হবে।