টেকনাফ টুডে ডেস্ক : করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে চলছে লকডাউন। ভারতে চলমান লকডাউনে ঘটছে নানা অদ্ভূত ঘটনা। এবার দেশটির উত্তর প্রদেশের ঘজিয়াবাদের এক নারী তার ছেলেকে বাজার করতে পাঠালে তিনি স্ত্রীসহ বাড়ি ফিরেছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেসর প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ করেছেন ওই নারী। গতকাল বুধাবার উত্তর প্রদেশের শহরটিতে এমন ঘটনা ঘটে।
কান্নাভেজা চোখে ছেলের মা বলেন, ‘আমি ছেলেকে মুদি দোকানে পাঠালাম। কিন্তু সে ফিরে এলো বউ নিয়ে। এমন বিয়ে মেনে নিতে রাজি নই আমি।’
এই বিয়ের বিষয়ে ওই নারীর ছেলে গুড্ডু (২৬) বলেন, ‘দুই মাস আগে হরিদ্বারের আর্য্য সমাজ মন্দিরে আমি সাভিতাকে (নববধূ) বিয়ে করেছি। তখন স্বাক্ষীর অভাবে আমরা ম্যারেজ সার্টিফিকেট পাইনি। সার্টিফিকেট আনতে আমি আবারও হরিদ্বারে যাওয়ার পরিকল্পনা করেছিলাম। কিন্তু লকডাউনের কারণ যাওয়া হয়নি।’
এই যুবকর আরও বলেন, ‘হরিদ্বার থেকে ফিরে সাভিতা দিল্লির একটি ভাড়া বাড়িতে উঠেছিল। কিন্তু লকডাউনের কারণে ভাড়া বাড়িটি ছেড়ে দেওয়ায় আজ (বুধবার) আমি তাকে মায়ের বাড়িতে আনার সিদ্ধান্ত নিই।’
পারিবারিক কলহ এড়াতে ওই দম্পতিকে লকডাউন শেষ না হওয়া পর্যন্ত আশ্রয় দেওয়ার জন্য সভিতার দিল্লির ভাড়া বাড়ির মালিককে অনুরোধ করেছে স্থানীয় পুলিশ।