নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষ এবং প্রথম অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর জানুয়ারি মাসের সেরা প্রতিবেদন পুরস্কার পেয়েছেন কক্সবাজার প্রতিনিধি শংকর বড়ুয়া রুমি।
প্রতিষ্ঠানটি পক্ষে সম্প্রতি ঘোষিত ২০২৩ জানুয়ারি মাসের সেরা প্রতিবেদনটি ছিল ‘ভয়ের শূন্য রেখা থেকে পালিয়ে অনিশ্চিত জীবনে’ শিরোনামের। সেরা প্রতিবেদনটি জন্য শংকর বড়ুয়া রুমি ক্রেস্টের পাশাপাশি নগদ অর্থও পেয়েছেন।
শংকর বড়ুয়া রুমি ২০০৮ সালের শুরু থেকে গণমাধ্যমের সাথে কাজ শুরু করেন। বর্তমানে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ছাড়াও টেলিভিশন ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
