টেকনাফ টুডে ডেস্ক : সিডনিতে বোর্ডার-গাভাস্কার সিরিজের তৃতীয় টেস্টে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৩৮ রানে অলআউট হয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। অজি তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ ১৩১ ও মার্নাস লাবুশানে ৯১ রানের ইনিংস খেলেছেন।
২২৬ বলে ১৩১ রান করার পথে স্মিথ বাউন্ডারি মেরেছেন ১৬টি। টেস্টে এটি তার ২৭তম শতক।অভিষেকে আলো ছড়িয়েন উইলি পুকোভস্কি। ৬২ রান আসে পুকোভস্কির ব্যাট থেকে।
ভারতের পক্ষে রবিন্দ্র জাদেজা ৪টি উইকেট নিয়েছেন। এছাড়া জাশপ্রিত বুমরাহ ও নভদ্বিপ সাইনি দুটি করে উইকেট নিয়েছেন।
চার ম্যাচের বোর্ডার-গাভাস্কার সিরিজ ১-১ সমতায় আছে। অ্যাডিলেডে প্রথম টেস্টে ৮ উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া। মেলবোর্নে দ্বিতীয় টেস্টে একই ব্যবধানে জয়লাভ করে ভারত।
সূত্র: ক্রিকবাজ