বেহুলায় শুরু কার্তুজে শেষ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

: নায়ক রাজের অর্ধ শতাব্দীর বেশি সময়ের পথচলা। এসময়ে তিনি দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়ে প্রায় ৩০০ চলচ্চিত্রে অভিনয় করেছেন।

১৯৬৬ সালে বেহুলা সিনেমার প্রধান চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ঢাকাই সিনেমার তার পথচলা শুরু। আর এ নায়কের সর্বশেষ অভিনীত ছবি ছেলে বাপ্পারাজ পরিচালিত কার্তুজ। ছবিটি ২০১৫ সালে মুক্তি পায়।

দীর্ঘ ৫ দশকে একের পর এক দর্শক নন্দিত সিনেমা উপহার দিয়েছেন এই কিংবদন্তি নায়ক।

১৯৬৬ সালে অবধারিতভাবেই তাকে বেহুলা চলচ্চিত্রে অভিনয় করতে হয়। লোককাহিনী নির্ভর এই ছবিতে পরিচালক জহির রায়হান যখন নায়ক খুঁজে পাচ্ছিলেন না, তখনই তিনি লক্ষিন্দরের চরিত্রে বেছে নেন রাজ্জাককে।

সেই থেকে শুরু। এরপর তিনি অভিনয় করেছেন এতটুকু আশা, জীবন থেকে নেয়া, ওরা ১১ জন, অবুঝ মন, রংবাজ, আলোর মিছিল, ছুটির ঘন্টাসহ প্রায় ৩০০ ছবিতে।

১৯৯০ সালে মালামতি সিনেমায় তিনি নায়ক হিসেবে সর্বশেষ অভিনয় করেছেন।

আর সর্বশেষ তিনি অভিনয় করেন তার ছেলে বাপ্পারাজ পরিচালিত কার্তুজ চলচ্চিত্রে।

তার অভিনয়ের স্বীকৃতিস্বরুপ ৫ বার তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। বাংলাদেশ সরকার তাকে ২০১৫ সালে স্বাধীনতা দিবস পুরুস্কারে ভূষিত করে।