বৃষ্টি

: হুমায়ুন রশিদ
প্রকাশ: ১ বছর আগে

এম এরশাদুর রহমান :

আল্লাহ হতে বৃষ্টি চাইলাম
দিলনা আল্লাহ বৃষ্টি।
আল্লাহ বলেন দেশের প্রতি
দাও তোমরা দৃষ্টি।
গাছ পালা উজাড় করে
করেছো মরুভূমি।
মরুভূমিতে বৃষ্টি হয়না
জান না সেটা তুমি?
গাছ পালা লাগালে তোমরা
আমি ই দেব বৃষ্টি।
দুনিয়াবাসীর প্রতি
আমার আছে সুদৃষ্টি।