বিশ্ব ব্যাংকের নির্বাহী পরিচালক শফিউল আলম উখিয়ায় শিক্ষা প্রতিষ্টান ও দাতব্য সেবা কার্যক্রম পরিদর্শন করলেন

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

ফারুক আহমদ, উখিয়া :
সদ্য নিযুক্ত বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক, সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম নিজ উপজেলা উখিয়ায় কর্মব্যস্ত দিন অতিবাহিত করেছেন।
তার হাতে গড়া শিক্ষা প্রতিষ্টান ও দাতব্য সেবা প্রতিষ্টানের কার্যক্রম দেখতে আসেন সুদুর আমেরিকার ওয়াশিংটন থেকে। শনিবার শহীদ এটিএম জাফর আলম স্মৃতি পাঠাগার ও বয়স্ক শিক্ষা কেন্দ্র, শহীদ এটিএম জাফর আলম স্কুল এন্ড কলেজ এবং শহীদ এটিএম জাফর আলম ডায়াবেটিক এন্ড কমিউনিটি হাসপাতাল পরিদর্শন করেছেন।
তাঁর নিজের প্রতিষ্ঠিত এসব প্রতিষ্ঠান পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠান সমুহের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক, সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সাথে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহা. শাজাহান আলি, উখিয়া থানার ওসি মোহাম্মদ আবুল মনসুর, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালকের ছোট ভাই অধ্যক্ষ শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখিত জণকল্যানকর প্রতিষ্ঠানগুলো বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আলমের বড় ভাই ১৯৭১ সালের ২৫ মার্চ প্রথম প্রহরে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ইকবাল হলে নির্মমভাবে শহীদ হওয়া এটিএম জাফর আলম সিএসপি এর নামে নামকরণ করা হয়েছে।

প্রসংগত, মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব ও মন্ত্রীপরিষদ সচিবের পদমর্যাদায় নিযুক্ত বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আলম গত ১৩ ডিসেম্বর স্বপরিবারে কক্সবাজার আসেন। চলতি বছরের ২৮ অক্টোবর মন্ত্রীপরিষদ সচিবের দায়িত্ব থেকে অবসর নেওয়া কক্সবাজার জেলার উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের রুমখা পালং এর বাসিন্দা মোহম্মদ শফিউল আলম গত ১ নভেম্বর থেকে নিউইয়র্কে বিশ্ব ব্যাংকের সদর দপ্তরে বিকল্প নির্বাহী পরিচালক যোগ দেন। নিউইয়র্কে বিশ্ব ব্যাংকের সদর দপ্তরে বিকল্প নির্বাহী পরিচালক হিসাবে যোগদানের পর এই প্রথম নিজ জেলা কক্সবাজার সফরে আসলেন।