বিশ্বনবীর গৃহপালিত পশু

: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ years ago

মুফতি আতাউর রহমান : শৈশবে মহানবী (সা.) তাঁর দুধ ভাই ও বোনের সঙ্গে বকরি চড়াতে যেতেন এবং কিশোর বয়সে উপনীত হওয়ার পর মহানবী (সা.) পরিবারকে সহযোগিতা করার জন্য অর্থের বিনিময়ে মক্কাবাসীর পশু চড়াতেন। সুতরাং শৈশব থেকেই পশুপাখির প্রতি মমতাশীল ছিলেন। পরিণত বয়সে উপনীত হওয়ার পর তিনি যেসব পশুর মালিক হন সেগুলোর প্রতি তিনি যত্নবান ছিলেন। মহানবী (সা.)-এর মালিকানাধীন কিছু পশুর বিবরণ তুলে ধরা হলো—

ঘোড়া : মহানবী (সা.)-এর সাকাব নামের একটি ঘোড়া ছিল।
তিনি সর্বপ্রথম এই ঘোড়াটিরই মালিক হন। একজন আরবের কাছ থেকে তিনি ১০ উকিয়ায় এটা কিনেছিলেন। ঘোড়াটি দেখতেও ছিল চমৎকার। তার চাঁদকপাল, মনোহর শরীর, কালো চোখ ও কালচে রং মানুষের দৃষ্টি আকর্ষণ করত। মুরতাজিম, লাহিফ, লুজাজ, জরব, সাজা ও ওয়ার্দ নামেও নবীজি (সা.)-এর কয়েকটি ঘোড়া ছিল। সিরাত গবেষকদের বর্ণনা অনুসারে, নবীজি (সা.)-এর ঘোড়ার ছিল মোট সাতটি।

খচ্চর : মহানবী (সা.)-এর দুলদুল নামের একটি খচ্চর ছিল। সম্রাট মুকাওকাশ তাঁকে সেটা উপঢৌকনস্বরূপ দিয়েছিলেন। ফিন্দা নামের আরেকটি খচ্চর ফরোয়া জুঝামি নজরানাস্বরূপ দিয়েছিলেন। এ ছাড়া ইলার শাসক মহানবী (সা.)-কে একটি সাদা খচ্চর এবং দাওমাতুল জুন্দলের শাসনকর্তা আরো একটি খচ্চর উপহার দেন। তবে হাবশার বাদশাহ নাজ্জাশি নবীজি (সা.)-কে যে খচ্চর উপহার দিয়েছিলেন তাতেই তিনি চলাচল করতেন।

গাধা : কিবতির শাসক মুকাওকাশ আফির নামের একটি সাদা গাধা এবং ফরোয়া জুঝামি তাঁকে একটি গাধা উপহার দিয়েছিলেন। সাআদ বিন উবাদা (রা.) নবীজি (সা.)-এর সেবায় একটি গাধা নজরানাস্বরূপ পেশ করেছিলেন। নবীজি (সা.) তাতে সওয়ার হয়েছেন।

উট : রাসুলুল্লাহ (সা.)-এর কুসওয়া বা কাসওয়া নামের একটি উটনি ছিল। তিনি এই উটে আরোহণ করেই হিজরত করেছিলেন। এ ছাড়া উদবা ও জুদআ নামের আরো দুটি উট ছিল। উদবা ছিল অত্যন্ত দ্রুতগামী। কোনো উট তাকে অতিক্রম করতে পারত না। বদর যুদ্ধে যুদ্ধলব্ধ সম্পদ হিসেবে আবু জাহেলের উটটি লাভ করেছিলেন তিনি। এটির নাকে রুপার লাগাম ছিল। হুদায়বিয়ার সন্ধির সময় রাসুলুল্লাহ (সা.) এই উটে আরোহণ করেছিলেন। সিরাত গবেষকরা বলেন, নবীজি (সা.) মোট ৪৫টি উটনি এবং একটি উটের মালিক ছিলেন।

বকরি : মহানবী (সা.)-এর বকরির সংখ্যা ছিল ১০০। এই সংখ্যা তিনি বাড়তে দিতেন না। কোনো বকরির বাচ্চা হলেই বড় একটি বকরি জবাই করে দিতেন। এ ছাড়া তাঁর সাতটি পাহাড়ি ছাগল ছিল। সেগুলো উম্মে আইমান (রা.) চড়াতেন।

জাদুল মাআদ অবলম্বনে।