টেকনাফ টুডে ডেস্ক :
কক্সবাজারের রামু উপজেলার পেঁচার দ্বীপ এলাকায় অবস্থিত মারমেইড বিচ রিসোর্টে অস্ট্রেলিয়ান এক নারী পর্যটককে ধর্ষণের চেষ্টার অভিযোগে কটেজ মালিকের ভাইসহ ২ জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, রোববার রাতে কটেজে ঘুমানোর সময় অস্ট্রেলিয়ান নারীকে ধর্ষণের চেষ্টা করা হয়। ওই পর্যটক জরুরি নাম্বার ৯৯৯ এ ফোন করে পুলিশের সহায়তা কামনা করে। এর প্রেক্ষিত রামু থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারী পর্যটককে উদ্ধার করে এবং কয়েকজনকে আটক করে।
ওই সময় ধস্তাধস্তিতে অস্ট্রেলিয়ান নারী আহত হয়। তাকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
রামু থানার ওসি আবুল খায়ের জানান, এই ঘটনায় জড়িত সন্দেহে মারমেইডের মালিক আনিসুল হক সোহাগের ভাই শামিমুল হক স্যামসহ ২ জনকে আটক করা হয়েছে।
এই বিষয়ে ওই অস্ট্রেলিয়ান পর্যটক বা অস্ট্রেলিয়ান হাইকমিশন মামলা করলে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। অন্যথায় পুলিশ বাদি হয়ে জড়িতদের বিরুদ্ধে মামলা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সুত্র, চ্যানেলআই