বিজয় দিবসে শহীদদের প্রতি টেকনাফ মুক্তিযুদ্ধ মঞ্চে’র শ্রদ্ধাঞ্জলি

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ প্রতিনিধি :

মুক্তিযুদ্ধ মঞ্চ টেকনাফ উপজেলা শাখার পক্ষ থেকে মহান বিজয় দিবসে’১৯ শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়েছে।

১৬ ডিসেম্বর সকালে টেকনাফ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়।
80696139 115767526577751 5651233653573812224 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এসময় মুক্তিযুদ্ধ মঞ্চ টেকনাফ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক নুরুল করিম রাসেল, যুগ্ন সাধারন সম্পাদক আবু সিদ্দিক আতিক, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর রবিন সহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

79416048 115767659911071 4984474963378438144 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর