বিজেপি সর্বভারতীয় সেক্রেটারীকে ফুলেল শুভেচ্ছা জানালেন হিন্দু মহাজোট চকরিয়া উপজেলা কমিটি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

এম.জিয়াবুল হক, চকরিয়া :
বিজেপির সর্বভারতীয় সেক্রেটারী রাহুল সিনহা কক্সবাজার শুভ আগমন উপলক্ষে তাঁর সাথে সাক্ষাত করে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ হিন্দু মহাজোট চকরিয়া উপজেলা কমিটির নেতৃবৃন্দ। গত ২৫মার্চ শনিবার রাত দশটায় কক্সবাজার এলজিইডি ভবন মিলনায়তনে অনুষ্টিত শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু মহাজোট চকরিয়া উপজেলা শাখার সভাপতি জোতিষ ভাস্কর শ্রী এসকে আর্চায্য, সাধারণ সম্পাদক শ্রী সঞ্জয় সীল, অর্থসম্পাদক শ্রী বাদল কান্তি দাশ, যুগ্ম সম্পাদক স্বপন কুমার মল্লিক, আইন সম্পাদক শ্রী দয়াল হরি নাথ (ক্ষেমেস), সহ-সাংগঠনিক সম্পাদক সুমন দাশ, বাগশিক কক্সবাজার জেলা কমিটির সদস্য জোতি মল্লিক (বাবু)সহ উপস্থিত উপজেলা নেতৃবৃন্দ বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পরিস্থিতি নিয়ে বিজেপির সর্বভারতীয় সেক্রেটারী রাহুল সিনহা’র সাথে প্রায় এক ঘন্টা আলোচনা করেন।