শহিদ উল্লাহ, টেকনাফ :
টেকনাফে ৫৫০ ক্যান বিদেশী বিয়ার সহ একটি মিনি ট্রাক জব্দ করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড সহকারী গোয়েন্দা পরিচালক আব্দুল্লাহ আল মারুফ জানান, ৯ জুলাই সোমবার রাত সোয়া ১২টার দিকে বাহারছড়া-হোয়াইক্যং পাহাড়ী ঢালা পথে পরিত্যক্ত অবস্থায় একটি মিনি ট্রাক হতে ৫৫০ ক্যান মিয়ানমারের আন্দামান গোল্ড বিয়ার জব্দ করে বাহারছড়া আউটপোষ্ট সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালাতে গেলে এসময় বিয়ার বোঝাই ট্রাকটিতে কাউকে পাওয়া যায়নি বলে জানায় কোস্টগার্ড। জব্দ বিয়ার ও ট্রাকের আনুমানিক মূল্য ১২ লাখ ৭৫ হাজার টাকা যা টেকনাফ থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্টগার্ড।
