বাহারছড়ায় টানা বৃষ্টিতে ছড়া ভেঙে কৃষকের জমি নষ্ট ; ভরাট হওয়া ছড়া সংস্কারের দাবি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

আজিজ উল্লাহ : টেকনাফ বাহারছড়া উত্তর শিলখালী চলমান টানা ভারিবর্ষণে মরহুম আহমুদুর রহমানের বাড়ির উত্তর-পশ্চিম দিকে ছড়া ভেঙে গরীব অসহায় কৃষকের চাষের জন্য লিজ নেয়া বেশ কয়েক একর চাষি জমি নষ্ট হয়ে গেছে। ছড়া ভরাট হয়ে যাওয়ায় ভাঙা ছড়া থেকে অনবরত স্রোত বয়ে চলছে।

এদিকে সরকারি ছড়া দখল করে কাটা তাঁরের শিকল,বাঁশ,মাদার গাছসহ বিভিন্ন গাছ লাগিয়ে বর্ষার পাহাড়ি ঢলের পানি চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে ছড়ার তীরের জমি বা বাগানের মালিকরা।

স্থানীয় সচেতন মহলের দাবি,স্বাভাবিকভাবে বানের পানি চলাচলে বাঁধা সৃষ্টি করা অবৈধভাবে সরকার ছড়া দখল
উচ্ছেদ ও ভেঙে যাওয়া ছড়া বাঁধার ব্যবস্থা করার জন্য অনুরোধ জানাচ্ছেন বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৌলভি আজিজ উদ্দিনকে। তা হলে না হয় অনেক দরিদ্র কৃষক ক্ষতিগ্রস্ত হবে শঙ্কা প্রকাশ করেন।

চেয়ারম্যান আজিজ উদ্দিনের সঙ্গে কথা বললে তিনি বিষয় টা দেখার আশ্বাস প্রদান করেন।