বাহারছড়ায় প্রতিপক্ষের হামলায় মা-ছেলে আহত, উল্টো ফাঁসানোর তদবীর

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

শামলাপুর প্রতিনিধি :
টেকনাফ বাহারছড়ায় প্রতিপক্ষের হামলায় লুৎফর রহমান ও সাজেদা বেগম নামক মা-ছেলে আহত হয়েছে। আহত সাজেদা স্থানীয় দক্ষিণ শিলখালী মাঠপাড়া গ্রামের আব্দুল মালেকের স্ত্রী ও লুৎফর রহমান পুত্র। আহতদের মধ্যে সাজেদা বেগম বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ডাক্তারী রিপোর্ট অনুযায়ী আহত সাজেদার হাতের একটি আঙ্গুল মুচড়ে যায়। এ ব্যাপারে সাজেদা বেগম বাদী হয়ে টেকনাফ মডেল থানায় বিবাদীগণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। গত ২৫ ডিসেম্বর বিকাল আনুমানিক ২ঘটিকার সময় বাহারছড়া ইউনিয়নের দক্ষিন শিলখালী মাঠপাড়া নামক স্থানে ঘটনাটি ঘটে। আহত সাজেদা বেগমের থানায় করা অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, একই এলাকার মৃত নাইগ্যার পুত্র জসিম উদ্দিন, ইছহাক আহমদের পুত্র সিকদার আলীর সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে সাজেদার স্বামী আব্দুল মালেকের বিরোধের সৃষ্টি হয়। এ ব্যাপারে গ্রাম্য শালিস হয় বিচারকগণ বিবাদীগণের কাছ থেকে কোন বাদী মহলের সাথে ঝগড়া করবেনা মর্মে মুচলেকা নেয়। ২৫ ডিসেম্বর দুপুরে সাজেদার স্বামী আব্দুল মালেক ঘর থেকে বের হয়। আব্দুল মালেক বাড়িতে না থাকার সুযোগে বিবাদী মহল আব্দুল মালেকের ভিটাতে ফুকে শিশু গাছ কর্তন করলে সাজেদা বেগম ও লুৎফর রহমান তাদের বাধা দিলে বিবাদী মহল ধারালো দা-লাঠি দ্বারা সাজেদা বেগম ও লুৎফর রহমানকে আহত করে। আহতদের শোর চিৎকার শুনে এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। সাজেদা বেগমের স্বামী আব্দুল মালেক জানান, গত ৩০ ডিসেম্বর বিবাদী মহল নিজেরা নিজের ভিটার গাছ কর্তন করে আব্দুল মালেকের পরিবারকে ফাঁসানোর চেষ্টা করছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।