আজিজ উল্লাহ : বাহারছড়া শামলাপুর ফুটবল খেলার মাঠ থেকে পুলিশ ইয়াবাসহ একজন খুচরা মাদক বিক্রেতাকে আটক করেছে।
জানা যায়, শুক্রবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় শামলাপুর ফুটবল খেলার মাঠ থেকে বাহারছড়া তদন্ত কেন্দ্রের এসআই গোলাম মুরশেদ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে শাপলাপুর বাজারস্থ পশ্চিমে পাশে ফুটবল খেলার মাঠ হতে বিশেষ অভিযান পরিচালনা করে স্থানীয় শামলাপুর মৃত ফকির আহমদের ছেলে গিয়াস উদ্দিন (২০)কে ৪০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নুর মোহাম্মদ জানান,” বাহারছড়ায় ইয়াবাসহ সব ধরনের মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।