আজিজ উল্লাহ,বাহারছড়া : টেকনাফ বাহারছড়া আওয়ামী লীগের কর্মী সভায় নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আলী বলেছেন,উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক বিজয়ী হলে উপকূলীয় এলাকায় শিক্ষা বিস্তারে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। দূর্গম এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি অত্যাধুনিক হাসপাতাল গড়ে তোলার পাশাপাশি খেলা-ধূলার বিকাশে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
৭মার্চ দুপুর ২টায় বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীসভা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে সাবেক ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ কোম্পানীর সভাপতিত্বে
অনুষ্ঠিত হয়। ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দিদারুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আসন্ন টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী, সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য রশিদ আহমদ। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল গণি, সাংগঠনিক সম্পাদক এজাহার মিয়া, এডঃ মঈনুল হোসেন চৌধুরী, উপজেলা জাতীয় মৎস্যজীবী লীগের সভাপতি ডাঃ আবু দাউদ মোহাম্মদ, ১নং ওয়ার্ড সভাপতি ইমাম শরীফ, ২নং ওয়ার্ড সভাপতি জাফরুল ইসলাম, ৩নং ওয়ার্ড সভাপতি ছৈয়দ উল্লাহ, ৪নং ওয়ার্ড সভাপতি আমির আহমদ, ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ,৭নং ওয়ার্ড সভাপতি মনির আহমদ, ৮নং ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম, ৯নং ওয়ার্ড হোসাইন আলী, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্নসম্পাদক মোঃ আলম, সদস্য আব্দুল মাবুদ, মাষ্টার শফি উল্লাহ, হাজী মীর কাশেম, নুরুল কবির, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্নআহবায়ক দেলোয়ার ও ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জুহুরা বেগমসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
উক্ত সভায় বক্তারা, নৌকা প্রতীককে বিজয়ী করার সর্বাত্নক সহায়তার আশ্বাস দিয়ে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তিনি নির্বাচিত হলে অবহেলিত এই অঞ্চলের নানাবিধ সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। এরপর তিনি উত্তর শীলখালী বাজারে গেলে স্থানীয় মুরুব্বীরা তাঁকে স্বাগত জানান। তিনি স্থানীয় মানুষের কথা-বার্তা শুনেন এবং জনসাধারণ ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থাপনের দাবীও জানান। এই ব্যাপারে তিনি যথাসাধ্য চেষ্টা চালাবেন বলে আশ্বস্থ করেন।