ফরিদুল আলম : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের দৃঢ় প্রত্যয় নিয়ে বাহারছড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড শাখা আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭জুন বিকাল ৩টায় টেকনাফের বাহারছড়া শামলাপুর ফুটবল খেলার মাঠ সংলগ্ন দলীয় কার্যালয়ে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মীসভা বাহারছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ সাইফুল্লাহ কোম্পানীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নুরুল বশর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ।
বিশেষ অতিথি ছিলেন বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মৌলভী আজিজ উদ্দিন, বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহবায়ক নুরুল হক। এতে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়া ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে বক্তারা বলেন,গণতন্ত্রের মানস কন্যা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন নিজের জীবন বাজি রেখে এদেশের মানুষের অধিকার আদায়ের পাশাপাশি দেশকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই তাকে সরানোর জন্য দেশী-বিদেশী চক্রান্ত শুরু হয়েছে। আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতিতে ঘোলা পানিতে মাছ শিকার করে রাজনৈতিক সুবিধা আদায়ের গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। দলের তৃণমূলের নেতাকর্মীরাই দলের প্রাণ। বিএনপি-জামায়াতের অপপ্রচারের বিষয়ে সবাইকে সজাগ থেকে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে। আগামীতে দল যাকে মনোনয়ন দেবেন সবাই মিলে তাকে বিজয়ী করে সংসদে পাঠিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানানো হয়। ###