নুরুল করিম রাসেল, টেকনাফ টুডে ডটকম : অশীতিপর বাবা বেলাল হোসেনকে কাঁধে নিয়েই দেশ ছেড়েছেন যুবক আবদুল্লাহ। অর্ধাঙ্গা রোগ ও চোখে না দেখার কারণে চলাফেরা করতে পারতেন না তার বাবা। বুচিডঙের কেপ্পুডং গ্রাম থেকে এক সপ্তাহ আগে বাড়ি ছাড়েন অপর গ্রামবাসীর সঙ্গে। সেখান থেকে হেঁটে মংডু দওড়াবিল এলাকায় পৌঁছেন।
সেখান থেকে পেরামপুরু হয়ে নাইট্যংপাড়া সড়ক ও জনপদ বিভাগের বাংলোর পাশ দিয়ে রোববার রাত ১টার দিকে টেকনাফে পৌঁছেন।