বাংলাদেশ সফরে আসা উইন্ডিজ ক্রিকেটার করোনায় আক্রান্ত

: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

টেকনাফ টুডে ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ সফরে আসা ক্যারিবিয়ান লেগস্পিনার হেইডন ওয়ালস জুনিয়র। বাংলাদেশে আসার পর করা প্রথম টেস্টে তার নেগেটিভ রেজাল্ট আসলেও দ্বিতীয় টেস্টে পজিটিভ এসেছে। শুক্রবার বাংলাদেশ সময় মধ্যরাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

করোনায় আক্রান্ত হওয়ায় তাকে আইসোলনে পাঠানো হয়েছে। বাংলাদেশের বিপক্ষে ২০ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না তার।

বাংলাদেশ সফরে আসার আগে এবং বাংলাদেশে পৌঁছানোর পর গত ১১ দিনে উইন্ডিজ দলের প্রতি সদস্যের চারবার করোনা পরীক্ষা করা হয়েছে।

সূত্র: ক্রিকবাজ